বর্তমান সরকার প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিসিসি’র কার্যক্রমকে আরো সম্প্রসারণের লক্ষ্যে আঞ্চলিক কার্যালয়ের ল্যাবসমূহের আধুনিকায়ন করা হয়েছে। সময়ের চাহিদা অনুযায়ী নতুন ও কর্মমূখী প্রশিক্ষণ কোর্স প্রনয়ন ও পরিচালনা করা হচ্ছে। ইনফোসরকার ৩য় পর্যায় প্রকল্পের আওতায় সিলেট জেলার ৬৬টি ইউনিয়নের মধ্যে ৫৭টি ইউনিয়নে শক্তিশালী অপটিক্যাল ফাইবার ব্রডব্যন্ড ইন্টারনেট কানেক্টিভিটি নিশ্চিত করা হয়েছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভোলেপমেন্ট ডিজঅর্ডারসহ সবধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন প্রকল্পের আওতায় ৬টি ব্যাচে মোট ১২০জন প্রতিবন্ধী ব্যক্তিদের আইসিটি প্রশিক্ষণ প্রতান করা হয়েছে; এদের মধ্যে প্রশিক্ষণ শেষে ৫জন বিভন্ন প্রতিষ্ঠানে চাকুরী প্রাপ্ত হয়েছে। স্থানীয়ভাবে তথ্য প্রযুক্তির সম্প্রসারণের জন্য জেলা আইসিটি কমিটি, জেলা উন্নয়ন সমন্বয় কমিটি এবং জেলা সার্ভিস ইনোভেশন কমিটির সদস্য হিসেবে সক্রিয়ভাবে নিয়মিত অংশগ্রহণ করা হচ্ছে। সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান সমূহে আইসিটি রিসোর্স পারসন হিসাবে এত্র কার্যালয়ের কমকর্তাগণ ভূমিকা পালন করছে। বিসিসি আঞ্চলিক কার্যালয়,সিলেটে স্বল্প ও দীর্ঘমেয়াদি আইসিটি প্রশিক্ষনের মাধ্যমে মানব সম্পদ উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করছে। নিয়মিত স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কোর্সে-এ ৫৬টি ব্যাচে ১১২০ জনকে প্রশিক্ষণ প্রদান, নিয়মিত দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কোর্সে-এ ২৩টি ব্যাচে ৪৬০ জনকে প্রশিক্ষণ প্রদান, মহিলাদের জন্য বিশেষ WIFI প্রশিক্ষণ কোর্সে ২টি ব্যাচে মোট ৪০ জনকে প্রশিক্ষণ প্রদান, এনডিডি সহ সকল ধরেনের প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ কোর্সে ৬টি ব্যাচে ১২০ জনকে প্রশিক্ষণ প্রদান, এনডিডি সহ সকল ধরেনের প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ কোর্সের জন্য ১টি মাস্টার ট্রেইনার ব্যাচে ১০জন কে প্রশিক্ষণ প্রদান। বিভাগীয় ও জেলা প্রশাসন কর্তৃক প্রতিবছর আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা এবং ইনোভেশন শোকেস এ বিসিসি সিলেট আঞ্চলিক কার্যালয় মূখ্য সংগঠক হিসাবে ভূমিকা পালন করে থাকে। বিসিসি প্রধান কার্যালয়ের সহায়তায় বিসিসি, সিলেট বিভাগীয় পর্যায়ের বিভিন্ন ধরনের আইসিটি বিষয়ক সেমিনার/কর্মশালা আয়োজন করে থাকে। বিসিসি প্রধান কার্যালয়ের সহায়তায় বিসিসি, সিলেট বিভাগীয় পর্যায়ের বিভিন্ন ধরনের প্রতিবন্ধী/পিছিয়ে পরা জনগোষ্ঠীদেরকে আইসিটি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে থাকে। UN-APCICT এর একাডেমী কার্যক্রমের অংশ হিসাবে নারীদের সক্ষমতা উন্নয়নে বিসিসি,সিলেট UNAPCICT এর WIFI প্রোগ্রাম এর আওতায় ২টি ব্যাচে ৪০ জন নারী উদ্দ্যেক্তাকে প্রশিক্ষন প্রদান করে। ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় সিলেট সিটিকে সম্পূর্ন সিসিটিভি ক্যামেরার আওতায় এবং নির্দিষ্ট কিছু এরিয়ায় ফ্রি ওয়াইফাই জোন তৈরীর কাজ চলমান রয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক আয়োজিত বিভিন্ন মন্ত্রণালয়ের সেমিনার/ওয়ার্কশপে বিসিসি,সিলেট কারিগরী সহায়তা সহ স্বতস্ফুর্ত অংশগ্রহণ করে থাকে। সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সেমিনার/ওয়ার্কসপে মূখ্য আলোচক হিসাবে বিসিসি,সিলেট এর কর্মকর্তাবৃন্দ ভুমিকা পালন করে থাকে। সিলেট বিভাগীয় প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিসিসি সিলেট আঞ্চলিক কার্যালয় ২০১৭ ও ২০১৮ পরপর ২ বছর শ্রেষ্ঠ পোর্টালের দপ্তর হিসাবে পুরুষ্কার গ্রহনের গৌরব অর্জন করেছে। সিলেট জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিসিসি সিলেট আঞ্চলিক কার্যালয় ২০১৭ সালে শ্রেষ্ঠ পোর্টালের দপ্তর হিসাবে পুরুষ্কৃত হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS